ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াতের উপজেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সেক্রেটারি মো. শামীম নূর ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কাজী আবুল বাশার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা।
অনুষ্ঠানে অধ্যাপক নকিবুল হুদা বলেন, ৫ আগস্টের পর আমরা আবার সাংবাদিকদের সঙ্গে বসার সুযোগ পেয়েছি এটা শুধুই একটি সভা নয়, বরং নতুন আশার সূচনা। অতীতে ফ্যাসিস্ট সরকারের সময়ে সাংবাদিকরা বৈষম্যের শিকার হয়েছেন, সত্য বলা ছিল অপরাধ। অনেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হয়রানি, কারাবরণ এমনকি প্রাণও দিয়েছেন। এখন সময় এসেছে ভয়-ভীতির সংস্কৃতি ভেঙে স্বাধীনভাবে সত্য বলার। সাংবাদিকরা যদি কলম ধরেন নির্ভয়ে, তাহলে অন্যায়-দুর্নীতি আর দীর্ঘস্থায়ী হতে পারে না।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর জাতি ভেবেছিল অবশেষে দুর্নীতির রাশ টানবে, ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়াবে, গণতন্ত্র ফিরবে জনগণের হাতে। কিন্তু বছর না ঘুরতেই দেখা যাচ্ছে সেই পুরনো দুর্নীতির চক্র, চাঁদাবাজি আর রাজনৈতিক সহিংসতা আবার মাথা তুলছে। পরিবর্তনের যে অঙ্গীকার ছিল, তা বাস্তবে পরিণত হয়নি। মানুষ আজ হতাশ, যুবসমাজ বেকারত্বে দিশেহারা, বাজারে নিত্যপণ্যের দাম লাগামছাড়া, অথচ ক্ষমতার রাজনীতি নিয়ে ব্যস্ত একটি শ্রেণি।
নকিবুল হুদা আরও বলেন, আমরা ট্যাগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। ‘ওই দলের, এই দলের’ ট্যাগে নয় আমরা চাই সবাই যেন বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে নিতে পারি। ভোটের রাজনীতি নয়, নীতির রাজনীতি ফিরিয়ে আনতে হবে। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের মুক্তির জন্য আমাদের একটাই শর্ত একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, সহিংসতামুক্ত নির্বাচন। জনগণের ম্যান্ডেটই হবে পরিবর্তনের একমাত্র পথ।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা।








































আপনার মতামত লিখুন :