Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

মোড়েলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল


দৈনিক পরিবার | মো. এখলাস শেখ  অক্টোবর ২৮, ২০২৫, ০২:০১ পিএম মোড়েলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

আজ ২৮ অক্টোবর “লগী বৈঠার ভয়াল স্মৃতি দিবস” উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা ও রক্তঝরা ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি সকাল ৯টায় আর এম হাসপাতাল, নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
এসময় তিনি বলেন, লগী বৈঠার সেই ভয়াল দিনের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রতিটি ঘরে ঘরে।
এছাড়াও বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন, নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner