গাইবান্ধায় ‘‘এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ; আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।’’ নবীন শিক্ষার্থীদের বরণ করতে এমন বাক্যই যেন উচ্চারিত হয়েছে প্রবীণদের কণ্ঠে।
গাইবান্ধার সাদুুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য বিদ্যাপীঠ কামারপাড়া কলেজ। এটি হাজারো শিক্ষার্থীর প্রাণের কলেজ, হৃদয়ের স্পন্দন ও আবেগঘন অনুভূতির জায়গা। ভর্তিযুদ্ধে জয়ী হওয়া শিক্ষার্থীদের জন্য এই কলেজের প্রথম দিনটি সত্যিই অসাধারণ। চান্স পাওয়ার পর প্রত্যেকেই এই স্বপ্নের কলেজ নিয়ে মনে মনে আঁকতে থাকেন নানা স্বপ্ন, নানা পরিকল্পনা। নানা আয়োজনে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের।
এই বিশেষ দিনে কামারপাড়া কলেজ চত্বর মেতেছিল উৎসবের আমেজে। শিক্ষকরা নবীনদের রজনিগন্ধা ও গোলাপ ফুল উপহার দেয়ার মাধ্যমে কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। প্রবীণরাও নবীনদের সঙ্গে পরিচিত হন এবং বিতরণ করেন রজনিগন্ধা ও লাল গোলাপ। আনন্দের এই দিনে বাদ যায়নি মিষ্টি বিতরণ পর্বও।
নবাগত শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন পর একত্রিত হতে পেরেছি। নতুন সহপাঠী পাচ্ছি, নতুন প্রতিষ্ঠানে নতুন শিক্ষক, সিনিয়র সহপাঠীদের সঙ্গে পরিচয় হচ্ছে, ভালোই লাগছে। আমরা এই কলেজে নিজেকে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে গর্ববোধ করছি। এখন শুধু ভালোভাবে এই স্তরের পড়াশোনা এই প্রতিষ্ঠান থেকেই যেন শেষ করতে পারি- এ প্রত্যাশাই আমাদের।’
“তোমাদের আগমনে আজ জ্ঞানের আকাশে নতুন রঙ ফুটেছে।” নবীনদের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শিক্ষকরা বলেন, এই মুহূর্তটি শুধু তোমাদের জন্য নয়, আমাদের সবার জন্য একটি বিশেষ দিন। তোমাদের আগমনে আমাদের শিক্ষাপ্রাঙ্গণ আলোকিত হয়েছে, প্রাণবন্ত হয়েছে। তোমরা এসেছো জীবনের নতুন পথে আলো জ্বালাতে। তোমাদের আলোয় উদ্ভাসিত হবে এই প্রতিষ্ঠান। তোমাদের সঙ্গে এই নতুন যাত্রা শুরু করার জন্য আমরা গর্বিত।
নবীনবরণ শেষে, আনন্দের মাত্রা আরো বেড়ে যায়। সবার হাতে হাতে ফুল, সবাই একে অপরের সঙ্গে পরিচিত হয়। অনেকেই ব্যস্ত হয়ে পড়ে গ্রুপ সেলফি তোলায়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় কলেজ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে ফরিদা ইয়াসমিন এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, কামারপাড়া কলেজের অধ্যক্ষ মোঃ মসিউর রহমান। এরপর কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর শুরু করা হয় মুল অনুষ্ঠান।
কামারপাড়া কলেজের সভাপতি মোঃ আইয়ুব আলী সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কামারপাড়া কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য ও কামারপাড়া পি.এম বহুমুখী ইনস্টিটিউশন এর অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক খন্দকার মোঃ আজিজার রহমান, কামারপাড়া ইউপি চেয়ারম্যান এ.আর.এম মাহফুজার রহমান (রাশেদ) প্রমুখ।
“নবীন, তুমি এসেছো জীবনের নতুন পথে আলো জ্বালাতে।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ সময় বক্তারা নবীনদের স্বাগত জানান, কলেজের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেমের সঙ্গে নিজেদের জীবন গড়তে উৎসাহিত করেন। তারা নবীনদের কলেজের প্রতি নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর গান পরিবেশনের পাশাপাশি কামারপাড়া কলেজের পরিদর্শক সম্ভুচরণ সরকারের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী শিশু শিল্পী সুচিত্রা সরকার “আমার গ্রাম ছাড়া এই রাঙ্গা মাটির পথ” গানটি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠে।








































আপনার মতামত লিখুন :