নওগাঁর ধামইরহাটে উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে নবাগত প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমানকে বরণ ও সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামসহ ৪ কর্মকর্তাকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবাগত প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমানের সভাপতিত্বে ৪ কর্মকর্তাকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদায় কর্মকর্তারা হলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিতা রানী মহন্ত, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাফিউজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ। এদের মধ্যে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলামকে (উপজেলা শিক্ষা অফিসার) হিসেবে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জগৎনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলুন সরদার, জাহানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, আড়ানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান, রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বানী, ভেড়ম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান, রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুহেনা মোহাম্মদ মুসা প্রমুখ।








































আপনার মতামত লিখুন :