Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

ধামইরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


দৈনিক পরিবার | ছাইদুল ইসলাম অক্টোবর ২৯, ২০২৫, ০৬:০৭ পিএম ধামইরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। 
বুধবার (২৯ অক্টোবর) দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়েরের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান ৫৫১০ জন কৃষকদের মাঝে বিভিন্ন জাতের শীতকালীন ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন। 
এদের মধ্যে ১১০০ জন কৃষকদের মাঝে গম, ৪২০০ জন কৃষকদের মাঝে সরিষা, ২০ জন কৃষকদের মাঝে সূর্যমুখী, ১০ জন কৃষকদের মাঝে চিনা বাদাম, ৪০ জন কৃষকদের মাঝে পেঁয়াজ, ২০ জন কৃষকদের মাঝে মুগ ও ৯০ জন কৃষকদের মাঝে মসুরসহ ৩০ জন কৃষকের মাঝে অড়হড় বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, শীতকালীন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তালিকাভুক্ত ৫৫১০ জন কৃষকদের মাথাপিছু প্রত্যেককে ২০ কেজি গমের বীজের সঙ্গে ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ১ কেজি সরিষা বীজের সঙ্গে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, পাঁচ কেজি মসুর বীজের সঙ্গে ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি এবং ৫ কেজি মুগের বীজের সঙ্গে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি দেওয়া হয়েছে।
এছাড়াও ১ কেজি সূর্যমুখী বীজের সঙ্গে ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ১০ কেজি চিনা বাদাম বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার, ১ কেজি চিনা বাদাম বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি সার, এমওপি সার ১০ কেজি এবং অড়হড় ২ কেজি বীজের সঙ্গে পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজার রহমান, উপ-সহকারী উদ্ভিদ (সংগনিরোধ) অফিসার জাহাঙ্গীর রাব্বি প্রমুখ।

Side banner