Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জের ৩ থানার ওসি রদবদল


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ২৯, ২০২৫, ০৬:১৭ পিএম চাঁপাইনবাবগঞ্জের ৩ থানার ওসি রদবদল

চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানা, নাচোল থানা ও ভোলহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের ডিবির ওসি পদেও রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা পুলিশ সুপার রেজাউল করিম।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি মতিউর রহমানকে ভোলাহাট থানায়, ভোলাহাট থানা পুলিশের ওসি মো. শহিদুল ইসলামকে নাচোল থানায়, ডিবির ওসি মো. শাহীন আকন্দকে সদর মডেল থানায় এবং নাচোল থানা পুলিশের ওসিকে ডিবির ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার রেজাউল করিম বলেন, নাচোল থানা পুলিশের বর্তমান ওসি মনিরুল ইসলামের আর মাত্র ২ মাস চাকরি আছে। তাই তাকে ডিবিতে নেওয়া হয়েছে। এছাড়া রুটিন ওয়ার্ক হিসেবেই থানা পুলিশের ওসিগুলো রদবদল করা হয়েছে। এতে কাজের পরিধি বাড়বে।

Side banner