লালমনিরহাটে “জাগো বাহে, তিস্তা বাঁচাই” স্লোগান নিয়ে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে- মানববন্ধন ও ফ্ল্যাশমব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাটের মিশন মোড়ে জেন-জি লালমনিরহাটের আয়োজনে এ মানববন্ধন ও ফ্ল্যাশমব অনুষ্ঠিত হয়।
জেন-জি লালমনিরহাটের আহবায়ক শহিদ ইসলাম সুজন-এঁর সভাপতিত্বে জেন-জি লালমনিরহাটের সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান শাকিল-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সাবেক সদস্য সচিব হামিদুর রহমান, জেন-জি লালমনিরহাটের সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মৃদুল হাবীব, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন, সদস্য কামরুজ্জামান সুমন প্রমুখ। এ সময় জেন-জি লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মানববন্ধনে লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সাংস্কৃতিক কর্মী ও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
বক্তারা বলেন, তিস্তা নদী শুধু একটি নদী নয়-এটি উত্তরবঙ্গের জীবন, কৃষি, সংস্কৃতি ও ভবিষ্যতের প্রতীক। নদী বাঁচানো মানেই আমাদের অস্তিত্ব রক্ষা করা।
সভাপতির বক্তব্যে জেন-জি লালমনিরহাটের আহবায়ক শহিদ ইসলাম সুজন বলেন, তিস্তা নদী আমাদের জীবনের অংশ, আমাদের ইতিহাস ও সংস্কৃতির শিকড়। এক সময় এই নদী ছিল কৃষির উৎস, ছিলো অর্থনীতির চালিকা শক্তি। কিন্তু আজ সেই তিস্তা হয়ে উঠেছে অভাব-অনটন ও দুর্ভোগের প্রতীক। নদীভাঙন আর বন্যায় হাজারও মানুষ বাস্তুচ্যুত হয়েছে, হারিয়েছে জীবিকা ও আশ্রয়।
বিগত সরকারগুলো বিলাস বহুল প্রকল্পে হাজার কোটি টাকা ব্যয় করলেও রংপুর অঞ্চলের মানুষের কষ্ট লাঘবে কোনো উদ্যোগ নেয়নি। আমরা তরুণ প্রজন্ম এই বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছি।
আমাদের দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করতে হবে। আমরা তিস্তা নদী রক্ষা আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছি এবং ভবিষ্যতেও এই আন্দোলনের সঙ্গে থাকব। তিস্তা শুধু নদী নয়-এটি আমাদের জীবনের প্রতীক।
এদিকে ফ্ল্যাশমব পরিচালনা করেন ঝংকার যুব সাংকৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন।
তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে ফ্ল্যাশমবটি প্রাণ পায় নাচ, অভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে। এতে তারা তিস্তা নদীর সংকট, মানুষের জীবিকা হারানোর আশঙ্কা এবং নদী রক্ষার গুরুত্ব সবার সামনে তুলে ধরে।
উল্লেখ্য যে, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তরুণদের সংগঠন জেন-জি লালমনিরহাটের এ ব্যতিক্রমী মানববন্ধন ও ফ্ল্যাশমব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।








































আপনার মতামত লিখুন :