Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

মুসলিম উদ্দিনের নেতৃত্বে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‌্যালি


দৈনিক পরিবার | মো. মিজান  অক্টোবর ২৯, ২০২৫, ০৫:২৮ পিএম মুসলিম উদ্দিনের নেতৃত্বে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (৪৭তম) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে যুবদল নেতা মুসলিম উদ্দিন। 
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টার দিকে আয়োজিত এ বর্ণাঢ্য র‌্যালি আমিরাবাদ ইউনিয়ন পরিষদে অবস্থান করে গণ জমায়েত এর মধ্য দিয়ে মিছিল শুরু হয়। পরে লোহাগাড়া সদর পুরান থানা মোড়ে শেষ হয়। এতে হাজারও নেতাকর্মী অংশগ্রহণ করে। 
আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে বলেন, লোহাগাড়ার মাটি বিএনপির ঘাটি, লোহাগাড়ার মাটি যুবদলের ঘাটি, লোহাগাড়ার মাটি মুসলিমে ঘাটি, লোহাগাড়ার মার্কা ধানের শীর্ষের মার্কা। 
সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা মুসলিম উদ্দিন বলেন, যুবদল এই দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রভাগে আছে। প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি আমাদের ঐক্য, উদ্দীপনা ও অঙ্গীকারের প্রতীক। এবারে নির্বাচনে লোহাগাড়া বিএনপি যুবদল ছায়া হিসাবে পাশে থাকবে। 
তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে র‌্যালি সম্পন্ন করা জন্য সবার প্রতি কৃতজ্ঞতা।  লোহাগাড়ার তরুণদের অংশগ্রহণে এ আয়োজন হবে এক প্রাণবন্ত মিলনমেলা। 

Side banner