Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

লালমনিরহাটের পোল্ট্রি ফার্ম পরিদর্শন করলেন জেলা প্রশাসক


দৈনিক পরিবার | মো. মাসুদ রানা রাশেদ নভেম্বর ৩, ২০২৫, ০৭:৪৭ পিএম লালমনিরহাটের পোল্ট্রি ফার্ম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

লালমনিরহাটে সকল পোল্ট্রি ফার্ম পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়াটেপাস্থ এ পোল্ট্রি ফার্ম পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। 
এ সময় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি অফিসার মোঃ এনামুল হক, লালমনিরহাট জেলা ট্রেইনিং অফিসার মোঃ মুহিব্বুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাওন হোসেন, লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি ও সকাল পোল্ট্রি ফার্মের প্রোঃ মোঃ মঞ্জুর আলম, লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারহান তানভীর উল্লাস, এনিমেল হেলথ মার্কেটিং এসোসিয়েশন লালমনিরহাটের সভাপতি মোঃ মুন্নাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি ও সকাল পোল্ট্রি ফার্মের প্রোঃ মোঃ মঞ্জুর আলম এর ৩একর জমির উপর গড়ে ওঠা পোল্ট্রি ফার্মের পাশাপাশি মৎস্য চাষ, পেয়ারাসহ বিভিন্ন জাতের কুল, আম, কলা, কমলা, মাল্টা, থাই জাম্বুরা, ড্রাগন ও পেঁপের কৃষি খামার ঘুরে দেখেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, পোল্ট্রি ফার্মের পাশাপাশি মৎস্য চাষ ও কৃষি খামার একটি লাভজনক ব্যবসা। তিনি সকাল পোল্ট্রি ফার্ম, মৎস্য ও কৃষি খামারকে আইকন হিসেবে ব্যবহার করে সকলকে পোল্ট্রি ফার্মের পাশাপাশি মৎস্য ও কৃষি খামার গড়ে তোলার আহবান জানান।

Side banner