Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

বিশ্বসেরা একাদশে পিএসজির পাঁচ, এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৫, ০১:৩৯ পিএম বিশ্বসেরা একাদশে পিএসজির পাঁচ, এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল

ট্রেবল জয়ী ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির পাঁচজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন সোমবার প্রকাশিত ফিফপ্রো পুরুষদের বর্ষসেরা একাদশে। এদিকে বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল লিখলেন নতুন ইতিহাস। পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর এই তালিকায় সর্বকালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। 
মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল ভেঙে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পের রেকর্ড, যিনি ২০১৮ সালে ১৯ বছর বয়সে দলে জায়গা পেয়েছিলেন। ফরাসি ক্লাব পিএসজির পাঁচজন খেলোয়াড়ের মধ্যে আছেন, গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা (বর্তমানে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়), আশরাফ হাকিমি, নুনো মেন্ডেস, ভিতিনিয়া ও উসমান দেম্বেলে।
ইংল্যান্ডের লিভারপুল থেকে রয়েছেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক, চেলসির তরুণ মিডফিল্ডার কোল পামার ও রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপ্পেও জায়গা পেয়েছেন এই বছরের দলে।
বিশ্বজুড়ে ২০ হাজারেরও বেশি পেশাদার ফুটবলার ভোট দিয়েছেন ফিফপ্রো বর্ষসেরা একাদশ নির্বাচনে।
২০০৫ সালে শুরু হওয়া এই পুরস্কারই একমাত্র যেখানে শুধু পেশাদার খেলোয়াড়রা ভোট দিতে পারেন।
ফিফপ্রো পুরুষদের বর্ষসেরা একাদশ :
গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি / ম্যানচেস্টার সিটি, ইতালি)
ডিফেন্ডার: ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্ডেস (পিএসজি, পর্তুগাল), 
মিডফিল্ডার : জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কোল পামার (চেলসি, ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)
ফরোয়ার্ড : উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)

Side banner