ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেছেন, বাঞ্ছারামপুরের মাটিতে কোন নাস্তিকের ঠাঁই হবে না। এই এলাকার ৮৫ ভাগ মানুষই মুসলমান। তারা কোন নাস্তিককে এখানে মেনে নিবে না।
শনিবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মাওলাগঞ্জ বাজারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিবিদ পলাশ বলেন, বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। এখানে অন্য কোন প্রার্থীকে মেনে নিবে না সাধারণ জনগণ। চারদিকে স্লোগান ওঠেছে ধানের শীষের, মানুষ আকাঙ্খা করছে ধানের শীষের প্রার্থীর জন্য।
বিএনপির এই সভাপতি বলেন, দলের হাইকমান্ডের প্রতি আমাদের আহ্বান এখানে ধানের শীষের প্রার্থী দিন। দল থেকে ধানের শীষের যে প্রার্থীকেই মনোনীত করা হবে তার পক্ষেই আমরা একযোগে কাজ করবো।
সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা। সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম, যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ আকাশ ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব হাসান।








































আপনার মতামত লিখুন :