Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রেসক্লাব বাঞ্ছারামপুরের নতুন কমিটি গঠন


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার নভেম্বর ৮, ২০২৫, ১১:১২ পিএম প্রেসক্লাব বাঞ্ছারামপুরের নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে “প্রেসক্লাব বাঞ্ছারামপুর” এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার প্রতীতি সংগীত নিকেতনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এমরানুল হক আশেক এমরান আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন। দুই বছর মেয়াদি ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এর আগে গত ২৯ অক্টোবর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী শনিবার (৮ নভেম্বর) ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলেই নির্বাচিত হন বলে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম এ আউয়াল সভাপতি এবং ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার প্রতিনিধি ফয়সাল বিন ইউসুফ সামি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি দৈনিক তৃতীয় মাত্রার হারুন অর রশীদ, সহসভাপতি দৈনিক সমাচারের জহিরুল হক, যুগ্ম সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের মাহবুব হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশের রিফাত আবির, অর্থ সম্পাদক দৈনিক জনতার গাজী আব্দুল হাই, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক দৈনিক মানবকণ্ঠের ফারুক আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক কালবেলার রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আমার সংবাদের ফয়সাল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক মানবাধিকার প্রতিদিনের আব্দুল কাদির জিলানী।
কার্যনির্বাহী সদস্য হলেন দৈনিক আমাদের সময় পত্রিকার এমরানুল হক আশেক এমরান, যায়যায়দিনের শাহ আলম শিকদার, বাংলাদেশ প্রতিদিনের আতাউর রহমান সনেট এবং সরেজমিন বার্তার মনিরুল হাসান আব্দুল্লাহ।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন দৈনিক আলোর সময়ের নাসির উদ্দিন, ৭১ টিভির বাহারুল ইসলাম, মর্নিং পোস্টের মানিক চন্দ্র সূত্রধর, দৈনিক গণজাগরণের রুহুল আমিন, দৈনিক ভোরের ধ্বনির শাহিন মিয়া ও দৈনিক গণমুক্তির ইসমাইল হোসেন রাজু। 

Side banner