Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

স্কোয়াডে ফেরার পরদিনই আর্জেন্টাইন তারকার দুঃসংবাদ


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক নভেম্বর ৯, ২০২৫, ১২:২৪ পিএম স্কোয়াডে ফেরার পরদিনই আর্জেন্টাইন তারকার দুঃসংবাদ

কার্ডজনিত কারণে গত মাসের দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পাননি তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। নভেম্বরে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের দলে তিনি ফিরেছিলেন। কিন্তু স্কোয়াড ঘোষণার পরদিনই চোটের কারণে ছিটকে গেছেন এনজো। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে চেলসির ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন।
আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার জানিয়েছেন, ‘চার মাস আগে আমি ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলাম, সাম্প্রতিক সময়ে সেটি আরও বেড়েছে মনে হচ্ছে। আবারও হাঁটুতে ব্যথা অনুভূত হওয়ায় আমি মেডিক্যাল দলের সঙ্গে কথা বলেছি। সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ ইউরোপীয় ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে এনজো পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাননি বলে উল্লেখ করেছে ইএসপিএন। 
এদিকে, আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার জন্য তিনদিন আগে স্কোয়াড ঘোষণা করেছিলেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। সেই দলে ছিলেন এনজো ফার্নান্দেজও। কিন্তু টানা দুই উইন্ডোতে যে তার খেলা হচ্ছে এটা নিশ্চিত হয়ে গেছে। বর্তমানে হাঁটুর ব্যথা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন এনজো, ‘গত সপ্তাহে আমি অনেক ব্যথায় কাতরাচ্ছিলাম, যা সবাই জানে। পুনর্বাসনের মাধ্যমে শতভাগ ফিট হয়ে সতীর্থদের সঙ্গে দলে যোগ দিতে পারব বলে আমি প্রত্যাশা করছি।’
আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচে এই তারকার অনুপস্থিতি না ভোগালেও, তাকে ফিট হিসেবে পাওয়া চেলসির জন্য গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘমেয়াদী সমস্যায় না পড়তে আপাতত চোট পুনর্বাসনকে প্রাধান্য দিচ্ছেন এনজো, ‘সূচিতে অনেক বেশি ম্যাচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৌসুম শেষদিকে আগাচ্ছে। তাই মনে করছি এখানে একটু থেমে (বিশ্রাম নিয়ে) বাকিটা মেডিক্যাল বিভাগের হাতে ছেড়ে দিই। আমার হাঁটুর জন্য এখন সবচেয়ে উপযোগী হবে দুই সপ্তাহের বিশ্রাম।’
চলতি বছরের সর্বশেষ ফিফা উইন্ডোতে কেবল অ্যাঙ্গোলার সঙ্গে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর কোনো ম্যাচ না থাকায় তার আগে স্কালোনির দল স্পেনে প্রশিক্ষণ ক্যাম্প করবে। আসন্ন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আর্জেন্টিনার স্থানীয় ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের ডাকা হয়নি। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই প্রীতি ম্যাচের জন্য এসব ক্লাব যেন ক্ষতির মুখে না পড়ে সেটাই চিন্তা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এএফএ’র সভাপতি ক্লদিও তাপিয়ার। তবে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজদের অভিজ্ঞরা দলে আছেন।
আর্জেন্টিনার স্কোয়াড
গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো
মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি

Side banner