Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

ঢাকা ক্যাপিটালসের কোচ থাকছেন না সুজন!


দৈনিক পরিবার | ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৫, ১২:৩২ পিএম ঢাকা ক্যাপিটালসের কোচ থাকছেন না সুজন!

পাঁচ দল নিয়ে চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। আর চলতি মাসের ১৭ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট। এরপর আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে ফাইনাল মাঠে গড়াতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।
গত (বুধবার) গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
ঢাকার মালিকানা গেল বছরের কোম্পানির হাতেই থাকছে। সেক্ষেত্রে অনেকের ধারণা ছিল এবারও প্রধান কোচ হিসেবে থাকবেন খালেদ মাহমুদ সুজন। তবে এখনো পর্যন্ত সুজনের সঙ্গে দলটির পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি।  
এদিকে, ঢাকার কোচ হওয়ার দৌড়ে মিজানুর রহমান বাবুলের কথা শোনা গেলেও তার সঙ্গে কথা হয়নি ফ্র্যাঞ্চাইজিটির কারোরই। অন্যদিকে রংপুর রাইডার্সের প্রধান কোচের দায়িত্বে থাকবেন মিকি আর্থার এমনটি জানা গেছে। রাজশাহীতে থাকছেন হান্নান সরকার। এ ছাড়া চিটাগং বুলসের বিষয়েও এখনও কিছু জানা যায়নি।

Side banner