Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে রাশিয়া


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৬, ২০২৫, ১২:৩৬ পিএম ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে রাশিয়া

ভারতে হীরা রপ্তানির পরিমাণ দ্বিগুণ করেছে রাশিয়া। রাশিয়ার সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তির বারাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন রাশিয়া টুডে (আরটি)।
রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে ভারতে ৩ কোটি ১৩ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে রাশিয়া। আগের বছর ২০২৪ সালের আগস্টে এই পরিমাণ ছিল ১ কোটি ৩৪ লাখ ডলার।
চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে ৩৪ কেটি ২১ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে, যা আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে রপ্তানিকৃত হীরার তুলনায় ৪০ শাতংশ বেশি।
রাশিয়া অবশ্য এখনও ভারতের শীর্ষ হীরা সরবরাহকারী দেশ হতে পারেনি। কারণ, রিয়া নভোস্তির প্রতিবেদন বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতের সবচেয়ে বড় হীরা সরবরাহকারী দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। বছরের প্রথম আট মাসে ভারতে ৬৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি।
আমিরাতের পর এই তালিকায় আছে যথাক্রমে হংকং (১৭ কোটি ৩১ লাখ ডলারের হীরা রপ্তানি) এবং যুক্তরাষ্ট্র (১৪ কোটি ৩ লাখ ডলারে হীরা রপ্তানি)। অর্থাৎ রপ্তানির পরিমাণ দ্বিগুণ করা সত্ত্বেও এখনও রাশিয়া ভারতের চতুর্থ বৃহত্তম হীরা সরবরাহকারী দেশ।
হীরার উজ্জলতা বা দ্যুতি নির্ভর করে সেটির কর্তন বা পলিশিংয়ের ওপর। খনি থেকে যে হীরা উত্তোলন করা হয়, সেটি স্বাভাবিককারণেই পলিশবিহীন অবস্থায় থাকে। রাশিয়া বিশ্বের বৃহত্তম পলিশবিহীন হীরার রপ্তানিকারী দেশ।
অন্যদিকে হীরা কর্তন বা পলিশিং শিল্পে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে ভারত। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের হীরা পলিশ করা হয়।
ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং শিল্পোন্নত সাত দেশের জোট জি৭-এর নিষেধাজ্ঞার কারণে ২০২২ সাল থেকে সংকটের মধ্যে আছে রাশিয়ার হীরা রপ্তানি খাত। দেশটির রাষ্ট্রায়ত্ত হীরা উত্তোলন ও রপ্তানিকারী কোম্পানি আলরোসা’র ওপর নিষেধাজ্ঞা জারি আছে।
তবে চলতি বছর আগস্টে আলরোসা’র ওপর নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

Side banner