ওমান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মাস্কাটের শেরাটন হোটেলে বাংলাদেশ দূতাবাস এক বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ খালিফা বিন আলি আল হার্থি। তিনি দুই দেশের দীর্ঘদিনের দৃঢ় ও আন্তরিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে এবং ভবিষ্যতেও বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে এ ধারা অব্যাহত থাকবে।
এসময় তিনি ওমানের বিভিন্ন অর্থনৈতিক ও সেবা খাতে কর্মরত বাংলাদেশি পেশাজীবী ও শ্রমজীবী মানুষের আন্তরিকতা, কর্মদক্ষতা ও গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিম বলেন, ওমান ও বাংলাদেশের সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ ও মানুষের কল্যাণে নিবেদিত। তিনি জানান, বর্তমানে ওমানে ৭ লাখেরও বেশি বাংলাদেশি শান্তিপূর্ণ পরিবেশে পরিশ্রম করে দেশটির উন্নয়নযাত্রায় সক্রিয় ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা, রাষ্ট্রদূত এবং কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








































আপনার মতামত লিখুন :