গতানুগতিকতার বাইরে গিয়ে নিজের ’গোয়ার’ সিনেমার প্রচারণায় এবার এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চিত্রনায়ক রাসেল মিয়া। তাঁর আসন্ন ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ নভেম্বর, ২০২৫।
সিনেমা মুক্তি উপলক্ষে নানা ধরনের প্রচারণার অংশ নিলেও, এইবার আরও ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণে দুস্থ রোগীর স্বজনদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। আজ ৫ নভেম্বর দুপুরে ঢামেক হাসপাতালের ১ নম্বর গেটের সামনে দুস্থ ও অসহায় রোগীদের সাথে থাকা স্বজনদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে ‘গোয়ার’ ছবির প্রযোজক হেলেনা জাহাঙ্গীর। একটি ছোট লিফলেটে বিশেষ অনুরোধ লিখে বিলি করা হয় খাবার গ্রহীতাদের কাছে।
লেখাটা ছিল এইরকম-আজ ৫ই নভেম্বর দুপুর দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর গেটের সামনে গরিব ও দুস্থ রোগীদের সাথে থাকা একজন করে স্বজন আমাদের খাবার গ্রহণ করুন। বিশেষ অনুরোধ: শক্তিসামর্থ্য আছে এমন কোনো রোগীর স্বজনেরা দয়া করে আমাদের খাবার গ্রহণ করবেন না, ধন্যবাদ।
নায়ক রাসেল মিয়া নিজেই দুপুর ১২টার দিকে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। রোগীদের কাছাকাছি গিয়ে খুঁজে বের করতে থাকেন, কারা সত্যিকারের গরিব, দুস্থ ও অসহায়। এরপর একটি টোকেন তাদের হাতে দিয়ে অনুরোধ করেন হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে এসে টোকেনটি দেখিয়ে দুপুরের খাবার সংগ্রহ করতে।
খাবারের মেনুতে ছিল: তেল ছাড়া সাদা পোলাও, মুরগির রোস্ট, একটি সেদ্ধ ডিম, সালাদ ও একটি পানির বোতল। খাবার হাতে পেয়ে অসহায় রোগীর স্বজনগুলোর মুখে তাৎক্ষণিক হাসি ফুটে ওঠে।
নায়কের ভাবনা, সিনেমার প্রচারণায় সবসময়ই একটা বাজেট থাকে। আমরা আমাদের প্রচারণার বাজেটটি মানুষের কল্যাণের মাধ্যমে খরচ করছি। দেখুন, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের জন্য খাবার বরাদ্দ থাকলেও, রোগীর সাথে থাকা স্বজনদের খাবারের জন্য কোনো ব্যবস্থাই থাকে না। ওই মুহূর্তে স্বজনরা রোগীকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন, নাকি ওষুধ ক্রয় করবেন, নাকি রোগীর সেবা করবেন, রোগীর সাথে থাকা স্বজনদের পক্ষে ওই কঠিন মুহূর্তে নিজেদের খাবার সংগ্রহ করাটা খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে। তাই আমরা এই অসহায় রোগীর স্বজনদের জন্য এই আয়োজন করেছি।
জয়যাত্রা মাল্টিমিডিয়ার ব্যানারে নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীরের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘গোয়ার’ ছবিটি। হেলেনা জাহাঙ্গীর নিজে উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন এবং বলেন, দুস্থ ও অসহায় রোগীর স্বজনদের হাতে খাবার তুলে দেওয়ার পাশাপাশি নানা রকমের সাহায্য-সহযোগিতা করারও আশ্বাস দেন এবং রোগীদের মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে নেন, ছবিটি পরিচালনা করেন রকিবুল আলম রকিব।
এই ছবিতে রাসেল মিয়া ছাড়া আরও অভিনয় করেছেন জাজ এর নায়িকা খ্যাত জলি, মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর, বর্দা মিঠু, মনজুর আলম, ডেঞ্জার নাসিম, জামাল পাটোয়ারী সহ আরও অনেকে। ছবিটি ১৪ নভেম্বর, ২০২৫, শুক্রবার মুক্তির দিন চূড়ান্ত করা হয়েছে।
সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সিনেমার প্রচারণা করার কারণে কিছু মহলের ‘ভ্রুকুটি’ কটাক্ষ নিয়ে খানিকটা অভিমান প্রকাশ করে রাসেল মিয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন।
রাসেল মিয়া লিখেন, যারা ‘গোয়ার’ সিনেমার প্রচার ঘিরে আমার রাস্তায় নামা নিয়ে ভ্রুকুটি করছেন, আমি সেই অভিজাত দলের অংশ নই, আমার জীবন, আমার অনুপ্রেরণা-সবটাই এই দেশের সাধারণ মানুষগুলিকে ঘিরে। আমার প্রতিটি সিনেমা হয়ে থাকে এবং সামনেও হয়ে থাকবে গণমানুষের সিনেমা। দেয়ালের চারধারে একা থাকার নিরবচ্ছিন্ন সুখ আমার পছন্দ নয়!








































আপনার মতামত লিখুন :