সর্বশেষ এশিয়া কাপ আসর ভালো কাটেনি শ্রীলঙ্কার। সুপার ফোরে উঠলেও বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের কাছে হেরেছিল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে তারা পাকিস্তান সফরে যাচ্ছে। যেখানে একটি ওয়ানডে সিরিজ এবং পাকিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে। দুটি সিরিজের জন্য দল ঘোষণা করেছে লঙ্কানরা।
আগামী ১১, ১৩ ও ১৫ নভেম্বর রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। যার জন্য স্কোয়াডে ডাকা হয়েছে এখনও ওয়ানডেতে অভিষেক না হওয়া পেসার এহসান মালিঙ্গাকে। ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি আরেক পেসার দিলশান মাদুশঙ্কা, এহসান তারই স্থলাভিষিক্ত হলেন। একইভাবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার পভন রত্ননায়েকে। লম্বা সময় ধরে তিনি লঙ্কান ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছিলেন।
এদিকে, শ্বাসনালী সংক্রমণে ভুগছেন তরুণ তারকা মাথিশা পাথিরানা। ফলে শ্রীলঙ্কার আসন্ন ওয়ানডে ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তিনি নেই। তার পরিবর্তে টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে আসিথা ফার্নান্দোকে। লম্বা সময় পর সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডে যুক্ত হয়েছেন টপ অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকসে। তিনি শেষবার চলতি বছরের শুরুতে খেলেছিলেন। তবে সেভাবে ফর্ম না থাকায় এশিয়া কাপ ও দুটি দ্বিপাক্ষিক সিরিজে জায়গা হয়নি রাজাপাকসের। তাকে সুযোগ করে দিয়েছে সাম্প্রতিক এসএলসি টি২০ টুর্নামেন্টের ফর্ম, বিধ্বংসী ব্যাটিংয়ে তিনি ৪ ইনিংসে ১৬৩ রান করেন।
তবে একই টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহক হলেও ডাক পড়েনি নুয়ানিদু ফার্নান্দোর, অবশ্য তার স্ট্রাইকরেট (১২৪) নিয়ে প্রশ্ন রয়েছে। এ ছাড়া শ্রীলঙ্কার স্কোয়াডে জায়গা হয়নি সর্বশেষ টি-টোয়েন্টি এশিয়া কাপে খেলা দুনিথ ভেল্লালাগের। তাকে শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক করে ‘রাইজিং স্টারস টি-২০ এশিয়া কাপে’ পাঠানো হয়েছে। যেখানে তার অধীনে খেলবেন নুয়ানিদু–ও। টুর্নামেন্টটি আগে হতো ইমার্জিং এশিয়া কাপ নামে।
পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ত্রিদেশীয় সিরিজ খেলবে লঙ্কানরা। ওই সিরিজে তাদের সহ-অধিনায়ক করা হয়েছে সাবেক অধিনায়ক দাসুন শানাকাকে। নেতৃত্বে বহাল আছেন চারিথ আসালাঙ্কা। পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চলচে ১৭–২৯ নভেম্বর পর্যন্ত।
শ্রীলঙ্কার স্কোয়াড
ওয়ানডে: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পভন রত্ননায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফ্রি ভেন্ডারসি, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান ও এহসান মালিঙ্গা
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, দাসুন শানাকা (সহ-অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুশান হেমন্থ, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, আসিথা ফার্নান্দো ও এহসান মালিঙ্গা।








































আপনার মতামত লিখুন :