Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

লংগদু সেনা জোনের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ


দৈনিক পরিবার | বিপ্লব ইসলাম নভেম্বর ৮, ২০২৫, ০১:৩৫ পিএম লংগদু সেনা জোনের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

রাঙামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে উপজেলার ঝর্ণাটিলা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোন কমান্ডারের নির্দেশনায় লংগদু-বাইট্টাপাড়া রুটে সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পশ্চিম বাইট্টাপাড়া বরাদম রোড ও কাঠালতলা এলাকায় সেনা সদস্যরা গোপনে অবস্থান নেয়।
চোরাকারবারীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে রুট পরিবর্তন করে ঝর্ণাটিলা বাইট্টাপাড়া রোডে প্রবেশ করে। সকাল ৭টা ৫০ মিনিটে টহলদল সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে বস্তাভর্তি মালসহ দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে একটি মোটরসাইকেল তার কাছে এলে সেনা সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামার নির্দেশ দিলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দলের সদস্যরা বস্তা উদ্ধার করে, যেখানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা) পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো লংগদু ও বাইট্টাপাড়া এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
সেনা জোন সূত্রে জানা যায়, চোরাকারবারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো এলাকা এখন সেনা নজরদারিতে রয়েছে। উদ্ধারকৃত গাঁজা পরবর্তীতে লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনা জোন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচার রোধে এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Side banner