Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৫, ১০:৩৮ এএম জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি

ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গা নদীর লালকুঠির ঘাটে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক প্রচেষ্টায় সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের প্রায় ১৫ জন শিক্ষার্থী নৌকা নিয়ে বুড়িগঙ্গায় ঘুরতে বেরিয়েছিলেন। লালকুঠির ঘাট এলাকায় একটি লঞ্চ তাদের নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
নৌকায় থাকা ১৫ জন জবি শিক্ষার্থী লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে দ্রুত নৌকা থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেন। এরপর তাদের সবাইকে উদ্ধার করা হয় এবং তারা বর্তমানে নিরাপদে রয়েছেন।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা নিশ্চিত করেছেন যে, নৌকাডুবির পর পরই সকল শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর