মাদারীপুরের ডাসারে একাধিক গাছ কেটে সড়কে ফেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় প্রায় চার ঘণ্ট যান চলাচল বন্ধ ছিল। রবিবার ভোর ৬টা থেকে থেকে উপজেলার গোপালপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা সকাল ১০টার দিকে মহাসড়ক থেকে গাছ সরিয়ে ফেললে ঢাকা-বরিশাল রুটে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে একদল দুর্বৃত্ত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সড়ক থেকে সটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, ভোরে দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কালকিনি মেয়র এনায়েত হোসেন হাওলাদার।
তাদের ভাষ্য, সড়কের পাশে থাকা গাছ কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। এ সময় একটি ভ্যানের ওপরে দাঁড়িয়ে মীর গোলাম ফারুক ও এনায়েত হোসেন হাওলাদার উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তারা ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দেন।
অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
ওসি মামুন আল রশিদ বলেন, বন্ধ হয়ে থাকা সড়কে যান চলাচল সকাল ১০টার দিকে স্বাভাবিক করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :