Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা হামলা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার নভেম্বর ১৬, ২০২৫, ০১:৩১ পিএম শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা হামলা

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে ব্যাংকটির মাওনা শাখায় এ হামলা হয়।
গ্রামীণ ব্যাংকের অঞ্চল ব্যবস্থাপক (এরিয়া ম্যানেজার) মো. আব্দুর রাজ্জাক জানান, পর পর দুটি পেট্রল বোমা ছোড়া হয়। এতে সাইনবোর্ড পুড়ে গেলেও অন্য কোনো ক্ষতি বা কেউ হতাহত হননি।
গ্রামীণ ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক রেহানা পারভীন জানান, শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ৭ থেকে ৮ জনের দুর্বৃত্তদল ব্যাংকটির প্রধান ফটক খোলার চেষ্টা করে। একপর্যায়ে তারা পর পর দুটি পেট্রল বোমা ছোড়ে। এরমধ্যে একটি ব্যাংকের ওই শাখাটির সীমানাপ্রাচীরের ভেতর, আরেকটি বাইরে বিস্ফোরিত হয়। বিস্ফোরিত পেট্রল বোমায় সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেলেও অন্যকিছু ক্ষতি হয়নি। তবে ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনার পর পরই পুলিশ সেখানে পৌঁছে আলামত উদ্ধারসহ তদন্ত শুরু করেছে।

Side banner