ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুর্বৃত্তের দেওয়া আগুনের তাপে প্রাণে বাচলেন যাত্রী পরিবহণের বাস চালক ও হেলপাড়। রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় লিংক রোডের ফতুল্লার ইসদাইর এলাকায় নারায়ণগঞ্জ আয়কর অফিসের সামনে এ ঘটনা ঘটে।
বাস চালক নাসির জানান, শহরের ১নম্বর রেলগেইট এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টসের শ্রমিকদের কারখানা থেকে সাইনবোর্ড এলাকায় দৈনিক (ঢাকা মেট্রো-জ ১১-২৬৬৩) বাসে আনা নেওয়া হয়। রবিবার রাতে শ্রমিকদের সাইনবোর্ড নামিয়ে দিয়ে আয়কর অফিসের সামনে লিংক রোডের পাশে পার্কিং করে নাসির তার হেলপাড় নয়নকে নিয়ে বাসে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ২টায় আগুনের তাপে ঘুম ভেঙ্গে দেখেন চালকের আসনে আগুন জ্বলছে। তখন দুজনেই উঠে ডাক চিৎকার দিলে আসপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এরপর নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসেন ঘটনাস্থলে। একই সময় ফতুল্লা মডেল থানা পুলিশের তিনটি টিম আসেন।
চালক আরও জানান, কে বা কারা আগুন দিয়েছে তারা ঘুমে থাকায় দেখেননি। সড়কের পাশে আর গাড়ি পার্কিং করবেন না বলে পুলিশকে জানিয়ে বাস চালিয়ে অন্যত্রে নিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছে। চালক হেলপাড়ের সচেতনতার কারণে বাসের তেমন ক্ষতি হয়নি। তবে কারা বাসে আগুন দিয়েছে তাদের সনাক্তের চেষ্টা চলছে।








































আপনার মতামত লিখুন :