Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

নারায়ণগঞ্জে দুই গাড়িতে আগুন, ৪০ জনের বিরুদ্ধে মামলা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার নভেম্বর ১৬, ২০২৫, ০৯:১০ পিএম নারায়ণগঞ্জে দুই গাড়িতে আগুন, ৪০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় অজ্ঞাত পরিচয় ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মী ও দুষ্কৃতকারীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। হামলাকারীরা ‘দলীয়’ এবং ‘রাষ্ট্রবিরোধী’ স্লোগান দিয়ে গাড়িতে আগুন ধরিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে মামলা করা হলেও রবিবার (১৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।
তিনি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত তা শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এর আগে গতকাল শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) অফিসের প্রধান ফটকের সামনে পার্কিং করা অবস্থায় নাফ পরিবহনের একটি মিনিবাসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। চালক সোহাগ মিয়া স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, মিনিবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তার দাবি- এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে হাইওয়ে পুলিশ এসে পুড়ে যাওয়া যানটি জব্দ করে।
এছাড়াও গত ১২ নভেম্বর রাতে জালকুড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সিএনজি চালক বাবুল মিয়া জানান, দুই যাত্রী নিয়ে ওই এলাকায় পৌঁছালে ২০-২৫ জন ব্যক্তি রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে। পরে হামলাকারীরা তার সিএনজিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। সিএনজিটি পরে জব্দ করা হয়।

Side banner