Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৭


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৩, ২০২৫, ০১:৩১ পিএম পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৭

দক্ষিণ আমেরিকার দেশ পেরুরতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) ভোরের দিকে আরেকুইপার ওকোনা জেলায় প্যানআমেরিকানা সুর মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের। 
আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো বলেছেন, বাস দুর্ঘটনায় ৩৬ জন ঘটনাস্থলেই মারা গেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মীদের বরাত দিয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ওপোর্তো বলেছেন, বাসটি প্রথমে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়, এরপর রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।
আরেকুইপার আঞ্চলিক সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনায় আহত ২৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে দুর্ঘটনার পরপরই দেশটির হাইওয়ে পুলিশের প্রাথমিক এক প্রতিবেদনে ১৬ জনের প্রাণহানির তথ্য জানানো হয়েছিল।

Side banner