Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার নভেম্বর ১৩, ২০২৫, ০১:৪১ পিএম বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা শাখার সভাপতির ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রথমে একটি ভিডিও প্রকাশ করেছেন বলে দাবি ব্যবহারকারীদের।
ভিডিও ফুটেজে দেখা যায়, কেউ একজন পেট্রল বোমায় অগ্নিসংযোগ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এসময় ভিডিও ফুটেজে একজন আরেকজনকে বলতে শোনা যায়, ‘দে’। 
তখন আরেকজন পেট্রল বোমায় অগ্নিসংযোগ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে। এরপর ভিডিওতে আবার বলতে শোনা যায়, ‘চল চল’। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, ‘বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না। 
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাস্থলে এরকম কোনো নমুনা দেখছি না। এটা আমাদের এখানে না অন্য কোথায় ঘটেছে, তা ঠিক বলতে পারছি না। পুলিশ যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Side banner