Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

গাইবান্ধায় কারাগারে পাঠানোর পর আ.লীগ নেতার মৃত্যু


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার নভেম্বর ২৪, ২০২৫, ১১:৪৮ এএম গাইবান্ধায় কারাগারে পাঠানোর পর আ.লীগ নেতার মৃত্যু

গাইবান্ধায় কারাগারে পাঠানোর পর অসুস্থ হয়ে মারা গেছেন তারিক রিফাত (৪২) নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। তিনি একই ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের মৃত আবু তাহের বিএসসি চেয়ারম্যানের ছেলে।
জানা যায়, গত ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে জেলগেটে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পুলিশের সহায়তায় পুনরায় গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, জেলগেট থেকে গ্রেপ্তারের পর অসুস্থতা অনুভব করলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসা শেষে শনিবার দুপুরে তাকে রিলিজ দেওয়া হলে পুলিশি প্রহরায় থানায় আনা হয়। রবিবার আদালতের মাধ্যমে পুনরায় জেলা কারাগারে পাঠানো হলে সেখানে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, তারিক রিফাত আগে থেকেই অসুস্থ ছিলেন। বিকেলে কারাগারে আনার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা ছিল। এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। গত ১৯ অক্টোবর তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Side banner