আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শাপলা কলি প্রতীকের মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের ৩ তলায় মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।
কনভেনশন হল ঘুরে দেখা যায়, শ খানেক মানুষ অপেক্ষা করছেন সাক্ষাৎকার দিতে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কিছু সময় পরপর তাদের ডেকে নেওয়া হচ্ছে সাক্ষাৎকারের জন্য। সাক্ষাৎকার শেষে তাদের উচ্ছ্বসিত হয়ে সেলফি বুথে সেলফি তুলতে দেখা গেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সদস্য ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানান, ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের পৃথকভাবে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এ পর্যন্ত সারা দেশের ১৪৮৪ জন মনোনয়নপ্রত্যাশীকে দু’দিনের এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ– এসব বিষয়ের ওপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এ প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।








































আপনার মতামত লিখুন :