Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসের সাইনবোর্ডে আগুন


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার নভেম্বর ২৩, ২০২৫, ০৮:২৭ পিএম কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসের সাইনবোর্ডে আগুন

কুষ্টিয়া সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিসের সাইনবোর্ডে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ নভেম্বর) ভোরে শহরের পিটিআই সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংক কর্মকর্তা বিপ্লব দাস বলেন, আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার পর ঘুমিয়ে পড়ি। এরপর আর কিছুই টের পাইনি। সকালে উঠে দেখি, অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে।
আজ সকালে পিটিআই সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই আঞ্চলিক শাখায় গিয়ে দেখা যায়, চারতলা ভবনের নিচতলায় অফিসটি রয়েছে। অফিস থেকে কয়েক শ গজ দূরেই রয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের পরিত্যক্ত বাড়ি। গ্রামীণ ব্যাংকের অফিসের গ্রিলে টাঙানো সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ দেখা গেছে। তবে আগুন লাগানোর ঘটনা সম্পর্কে বাড়ির মালিক বা ভাড়াটিয়াদের কেউই কিছু দেখেননি বলে জানিয়েছেন। 
পরে দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, অফিসে কাউকে পাওয়া যায়নি এবং সাইনবোর্ডটিও সেখানে আর নেই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুনের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। শুধু সাইনবোর্ডে পোড়া চিহ্ন আছে। কেউ কিছুই বলতে পারেননি। ধারণা করছি, রাতে রাস্তায় টায়ারে আগুন দেওয়া হয়েছিল। সেই আগুনের আঁচ সাইনবোর্ডে লেগেছে। আগুন কেউ দেখেননি। কেউ নেভাননি। তবে এ বিষয়ে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত শুক্রবার ভোরে কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রল জব্দ করে পুলিশ।

Side banner