Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক আগস্ট ২৪, ২০২৫, ০৯:২৩ এএম পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

একচেটিয়া আধিপত্য দেখালে বার্সেলোনার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল করে লাইমলাইটটা কেড়ে নিয়েছিল লেভান্তে। দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা কিছুটা ব্যাকফুটে ছিল। যদিও বাকি সবদিক দিয়ে তারাই ছিল এগিয়ে। দ্বিতীয়ার্ধে কাতালানদের ম্যাচে ফেরান পেদ্রি ও ফেররান তোরেসরা। আর জয়নির্ধারণী গোলটি আসে লেভান্তের এক ফুটবলের উনাই এলজেজাভালের আত্মঘাতী অবদানে।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে নেমে ৩-২ গোলে জিতল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই ম্যাচের স্বাগতিক লেভান্তে লা লিগায় ফিরেছে তিন বছর পর। প্রথম ম্যাচে আলাভেসের কাছে ২-১ ব্যবধানে হারের পর বার্সার বিপক্ষে শুরুতে দ্বিগুণ লিড নিয়ে চমকই দিয়েছিল ভ্যালেন্সিয়ার ক্লাবটি। যদিও ম্যাচজুড়ে বার্সেলোনা ৮৩ শতাংশ পজেশন নিয়ে ২৬টি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। বিপরীতে ৮ শটের মধ্যে ৫টি লক্ষ্যে ছিল লেভান্তের।
স্বাগতিকদের চেপে শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় বার্সা। নিজেদের রক্ষণের এই ব্যস্ততার মাঝেই ১৫ মিনিটে পাল্টা আক্রমণ চালিয়ে ম্যাচে লিড নেয় লেভান্তে। উঁচু করে বাড়ানো বল জেরেমি হয়ে ইভান রোমেরোর কাছে গেলে, তিনি একজনকে কাটিয়ে বল জালে জড়ান। বিপরীতে আক্রমণ অব্যাহত দেখালেও ফিনিশিং দেওয়া খাচ্ছিল না কাতালানদের। ২৭ ও ৩৭ মিনিটে সমতায় ফেরার দুটি সুযোগ নষ্ট করেন তোরেস। লামিনে ইয়ামালের একটি শটও গোলরক্ষকের হাতে গিয়ে আটকায়।
বার্সেলোনা দ্বিতীয় গোল খেতে পারত ৪২তম মিনিটে। অল্পের জন্য লেভান্তের ফ্রি-কিক যায় হেডপোস্টের বাইরে দিয়ে। একইভাবে রাফিনিয়ার এক হেডও সামান্য বাইরে দিয়ে গিয়ে বার্সাকে হতাশা উপহার দেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে বাল্দের হাতে বল লাগায় পেনাল্টি পায় লেভান্তে। ভিএআর দেখে দেওয়া সেই সিদ্ধান্ত নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। এরপর স্পটকিকে মোরালেস নোগালেস লিড দ্বিগুণ করেন স্বাগতিকদের। হতাশা নিয়ে বিরতিতে যাওয়া বার্সা দ্বিতীয়ার্ধে নামতেই ব্যবধান কমায়। ইয়ামালের পাস পেয়ে ৪৯ মিনিটে বুলেট গতির শটে পেদ্রি স্কোরশিটে নাম তোলেন।
মিনিট তিনেক বাদেই সমতায় ফেরে বার্সা। রাফিনিয়ার কর্নার থেকে পাওয়া বল দারুণ ভলিতে তোরেস দ্বিতীয় গোলটি করেন। ১৩ মিনিটের ব্যবধানে এরিক গার্সিয়া এবং তোরেসের হেড ঠেকিয়ে দেন লেভান্তে গোলরক্ষক। একইভাবে দানি ওলমোর নিচু শট আটকেও তিনি হতাশ করেন। শেষদিকে আরও গতিতে আক্রমণ শাণায় বার্সেলোনা। রবার্ট লেভান্ডফস্কি, জুল কুন্দেরা নেমে লিড পেতে মরিয়া ছিলেন। তবে তাদের সেই আক্ষেপটা ঘুচেছে যোগ করা সময়ে লেভান্তে ডিফেন্ডারের আত্মঘাতী গোলে।
মৌসুমের প্রথম দুই ম্যাচে জিতেই লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। রবিবার দিবাগত রাতে তারা পরবর্তী ম্যাচে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে।

Side banner