Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৫, ০৮:৫৪ এএম প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীনকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 
মাইলস্টোন স্কুলে গত ২১ জুলাই বিমান বিধ্বস্তের পর এইচএসসি পরীক্ষা স্থগিত করতে দেরি হওয়ায় গত ২২ জুলাই শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে কয়েকশ শিক্ষার্থী।
তারা সচিবালয়ে ঢুকে ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। ওই ঘটনার মধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল সরকার। এখন সেই দায়িত্বে এলেন বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা রেহেনা পারভীন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক সচিবদের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ১৯৭২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত একীভূত শিক্ষা মন্ত্রণালয়ে ৩২ জন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ভাগ হওয়ার পর এখন পর্যন্ত ছয়জনসহ মোট ৩৮ জন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর রেহানা পারভীন প্রথম নারী কর্মকর্তা যিনি এ বিভাগের সচিবের দায়িত্ব পেলেন।

Side banner