গাইবান্ধা জেলা প্রশাসন এর আয়োজনে ও গাইবান্ধা জেলা পরিষদ, পৌরসভা, নাহিদ ফাউন্ডেশন এর সহোযোগিতায় গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়াম গাইবান্ধায় সকাল ১০টায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।
গাইবান্ধার ৩০টি বিদ্যালয় নিয়ে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুনবী টিটুল, জেলা শিক্ষা অফিসার মোঃ আতোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন, সহকারী কমিশনার সাব্বির আহমেদ।
সাবেক ফুটবলার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ক্রীড়া সংগঠক শহর বিএনপির সভাপতি মোঃ শহীদ, সাবেক জাতীয় ফুটবলার ইসলাম রুবেল, সাবেক ফুটবলার মোঃ আব্দুল কুদ্দুস সরকার, সাবেক ফুটবলার নুন্নবী সরকার, সাবেক ফুটবলার রফিকুল ইসলাম লুলু, অন্যতম ক্রীড়া সংগঠক মোঃ শহিদুল ইসলাম (রনি), গাইবান্ধ মডার্ন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম (রোকন), জেলা স্টেডিয়ামের এর অফিস সচিব মোঃ আরমান হোসেন সহ প্রমুখ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে উদ্বোধনী খেলায় পলাশবাড়ী এস এম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নুরুল হক মর্ডান উচ্চ বিদ্যালয় মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এগারোটায় সাদুল্লাপুর উপজেলা মন্দুয়ার মতিউন নেছা উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় গাইবান্ধার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। উক্ত সাদুল্লাপুর উপজেলার মন্দুয়ার মতিউন নেছা উচ্চ বিদ্যালয় ২-১ ব্যবধানে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কে হারিয়ে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মতিউন নেছা উচ্চ বিদ্যালয় এর ১১ নাম্বার জাচ্ছি পরিহিত খেলোয়াড় আব্দুর রহমান । উল্লেখ্য যে প্রত্যেকটি ম্যাচের খেলা এক ঘন্টা ও আলাদা আলাদা রেফারি দ্বারা পরিচালিত। আগামী ২৯-৮-২০২৫ ইং তারিখে বিকেল ৩.৩০ মিনিটে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :