Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

ইউরোপে বিয়ে করার হটস্পট ডেনমার্ক


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক আগস্ট ২২, ২০২৫, ০১:৫৬ পিএম ইউরোপে বিয়ে করার হটস্পট ডেনমার্ক

ইউরোপে বিয়ে করতে ইচ্ছুক ‘আন্তর্জাতিক দম্পতিদের’ জন্য সেরা দেশ ডেনমার্ক। প্রতি বছর ২০ হাজার দম্পতি সেখানে বিয়ে করতে যান।
জার্মানির বন শহরে বাস করা জার্মান-উগান্ডান দম্পতি ইউডিথ ও ইভান সম্প্রতি সেখানে বিয়ে করেছেন। তারা ডেনমার্কের ছোট্ট শহর রিবেতে বিয়ে করেন। ২০২৩ সালে উগান্ডায় দেখা হওয়ার পর প্রেমে পড়েছিলেন ইউডিথ এবং ইভান। গতবছর থেকে তারা জার্মানির বন শহরে বাস করছেন। কিন্তু বিয়ে করতে তাদের ডেনমার্ক যেতে হলো।
ইউডিথ জানান, কিছু বিধিনিষেধের কারণে কর্তৃপক্ষ এ বছর ইভানের ভিসার মেয়াদ বাড়াতে পারছিল না। তখন আমরা একসঙ্গে থাকার একটা উপায় বের করার চেষ্টা করি।
ইভান জানান, জার্মানিতে বিয়ে করলে আমার নথিপত্র অনুমোদিত হতে আরো এক বছর অপেক্ষা করতে হতো। এছাড়া নথিপত্র অনুমোদনের জন্য প্রায় এক হাজার ইউরো দিতে হতো। তখন আমরা ভাবলাম, নিশ্চয় অন্য কোনো উপায় আছে। আমি যদি জার্মানির আমলাতন্ত্র অনুসরণ করি তাহলে বিয়ে করতে আমাদের আরও এক বছর সময় লাগবে। তাই আমাদের অন্য কোনো উপায় খুঁজে বের করতে হয়েছিল, এবং ডেনমার্কই ছিল সেই উপায়।
তারা পরিকল্পনা করতে শুরু করেছিলেন: একটি তারিখ ঠিক করে তারা প্রস্তুতি শুরু করেছিলেন। সবকিছু বেশ দ্রুত গুছিয়ে নিয়েছিলেন তারা, কাগজপত্রও।
ইউডিথ জানান, ডেনমার্কে প্রক্রিয়াটি আসলে খুব সহজ। আপনি অনলাইনে আবেদন করতে পারেন। পাঁচ দিনের মধ্যে তারা আপনাকে উত্তর জানাবে। আপনাকে শুধু পাসপোর্ট এবং সম্পর্কের প্রমাণপত্র দিতে হবে, যা আমাদের জন্য খুব সহজ ছিল। পাঁচ দিনের মধ্যে বিয়ের সবকিছু সম্পর্কে নিশ্চিত হতে পেরেছিলাম, আর তিন সপ্তাহের মধ্যে বিয়ের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। সবকিছু খুব সহজ ছিল।
বন শহরের রেজিস্ট্রি অফিসের মার্টিনা জুর বলেন, স্থানীয় আইন মেনে বিদেশে সম্পাদিত বিয়ের স্বীকৃতি দেয় জার্মান আইন। এর জন্য আলাদা কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না। এর মানে হলো বিদেশি রেজিস্ট্রি অফিসের সার্টিফিকেট, এই ক্ষেত্রে ডেনিশ রেজিস্ট্রি অফিস, তাৎক্ষণিকভাবে প্রমাণ দিচ্ছে যে, তারা বিবাহিত।
তথ্য: ডয়চে ভেলে

Side banner