ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৩৭টি পরিবারের মধ্যে ৭৫ বান ঢেউটিন ও নগদ অর্থ সহ শুকনো খাবার বিরতণ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাক্তার কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি মো. রাসেল আহমেদ, মো. ফারুক মিয়া, বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম, উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বাবুল মিয়া।
উল্লেখ্য, উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের তিনটি পরিবারের ঘর বাড়ি তিতাস নদীতে বিলীন হয়ে যায়।
আপনার মতামত লিখুন :