Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

গ্রিসে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মিলাদ মাহফিল


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক আগস্ট ১৮, ২০২৫, ১২:২৮ পিএম গ্রিসে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মিলাদ মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গ্রিস শাখা আহ্বায়ক কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে ২০২৪ সাল পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং জুলাই-আগস্ট ২০২৪ সালে আহতদের সুস্থতার প্রার্থনা করা হয়।
গ্রিস বিএনপির কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক ফারুক মিয়া এবং পরিচালনা করেন সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও গ্রিস বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি ও গ্রিস বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, গ্রিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সুফি, আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন রনি, বাংলাদেশ কমিউনিটির সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হক, আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী লিটন, দোয়েল একাডেমির সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর দেওয়ান, আহ্বায়ক কমিটির সদস্য শফিক মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন রানা, সাবেক ছাত্রনেতা সাইফুল হক মানিক ও তানভীর মোল্লা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রবাসসহ দেশের সর্বস্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফেরাত, আহতদের সুস্থতা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Side banner