Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

২ রানে ১ উইকেট সাকিবের, জিতল অ্যান্টিগাও


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক আগস্ট ২১, ২০২৫, ০৯:১৮ এএম ২ রানে ১ উইকেট সাকিবের, জিতল অ্যান্টিগাও

ব্যাট হাতে কিছুতেই সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) তিন ম্যাচেই তিনি ব্যর্থতার বৃত্তে আটকে গেছেন। আবার বোলিংয়েও পাচ্ছেন কেবল এক ওভার করে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক ওভারে ২ রানে ১ উইকেট নিলেও তাকে আর বোলিংয়ে আনেননি অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের অধিনায়ক ইমাদ ওয়াসিম। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে তারা ৮ রানের জয় পেয়েছে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রান তোলে স্বাগতিকরা। যেখানে সাকিব ১৩ বলে মাত্র ৭ রান করে উসমান তারিকের বলে ক্যাচ আউট হয়েছেন। এর আগের দুই ম্যাচেও ১১ ও ১৩ রানে ফেরেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। অ্যান্টিগার লক্ষ্য তাড়ায় ত্রিনবাগো সঠিক কক্ষপথেই ছিল। তবে শেষ ওভারে ১৪ রানের সমীকরণ মেলাতে পারলেন না কাছাকাছি নিয়ে যাওয়া কাইরন পোলার্ড। ৭ উইকেটে নাইট রাইডার্সের দৌড় থেমেছে ১৫৯ রানে।
এর আগে প্রথমে ব্যাট করা অ্যান্টিগার শুরুটা অবশ্য ভালো ছিল না। যথারীতি ব্যাট হাতে ব্যর্থ ওপেনার রাহকিম কর্নওয়াল (৯) দ্রুত আউট হয়েছেন। এরপর নিয়মিত বিরতিতে অ্যান্ড্রু জুয়েল (২২), করিমা গোর (১০), বেভন জ্যাকবস (৮) ও সাকিব (৭) রানে ফেরায় ৭৭ রানে ৫ উইকেট হারায় অ্যান্টিগা। এরপরই বিপর্যয়ে পড়া দলটির পাল্টা লড়াই শুরু। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেন মিলে গড়েন ৬৯ রানের জুটি। 
২০ বলে ৩টি করে চার–ছক্কায় ৪৫ রান করেন অ্যালেন। এ ছাড়া ইমাদ ২৭ বলে এক চার ও দুই ছক্কায় ৩৯ এবং শামার স্প্রিংগার ৫ বলে ১০ রান করলে লড়াইয়ের পুঁজি (১৬৭) পায় অ্যান্টিগা। বিপরীতে ত্রিনবাগোর হয়ে ২টি করে উইকেট শিকার করেন উসমান তারিক ও নাথান এডওয়ার্ড।

Side banner