Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সিলেটের কোম্পানীগঞ্জে ইউএনও পদে ফের রদবদল


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৫, ০৭:৩৪ পিএম সিলেটের কোম্পানীগঞ্জে ইউএনও পদে ফের রদবদল

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে ফের রদবদল হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থেকে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
এর আগে গতকাল সোমবার (১৮ আগস্ট) বিকেলে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে বর্তমান ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে ফেঞ্চুগঞ্জের ইউএনও শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়।
তবে মঙ্গলবার সকালে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসে। সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে। অন্যদিকে কোম্পানীগঞ্জে পদায়নকৃত শফিকুল ইসলামকে চুনারুঘাটে বদলি করা হয়েছে।

Side banner