বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা সোনাতলা উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বালুয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এসময় ভূমি অফিসের নানা ধরনের ভূমি-সেবার দিক তুলে ধরেন বালুয়া ইউনিয়ন ভূমি-উপসহকারি কর্মকর্তা মোঃ আবুল হোসাইন। পরে তিনি সোনাতলা পৌরসভার পৌর কর মেলা-২০২৫ এর উদ্বোধন করে। এসময় তিনি পৌর কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হাবীব রাজা, প্রভাষক আহসানুল মোমেনীন সোহেল, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নোবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় বিএনপির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে বিনোদনের জন্য পৌর পার্ক ও বাইপাস সড়কের দাবি জানান। পরে তিনি থানা পরিদর্শন গেলে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মিলাদুন-নবী ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি থানার নিয়মিত কার্যক্রম এবং হাজুতখানা, অস্ত্রাগার ঘুরে দেখে অফিসারদের সাথে সাথে মতবিনিময় করেন।
এরপর জেলা প্রশাসক পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ, শুকনা খাবার, প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আওতায় দুস্থদের মাঝে ঢেউটিন ও স্প্রে মেশিন বিতরণ করেন। বিতরণ পূর্ব এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এসময় তিনি বলেন, মাদক সন্ত্রাস মুক্ত দেশ বিনির্মাণে আপনাদের এগিয়ে আসতে হবে। তিনি আত্মহত্যা, বাল্যবিবাহ এর ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেন।
পরে ১০জন দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন, কৃষক কৃষানিদের মাঝে স্প্রে মেশিন এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় ৫০জন ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সরল সুদে গাভি পালন, মৎস চাষে ২৯ লাখ ৯০ হাজার ঋণ বিতরণ করেন।
এছাড়াও তিনি চরমধুপুর আশ্রায়ন প্রকল্প (গুচ্ছগ্রাম) পরিদর্শন করে সেখানে তিনি শুকনা খাদ্য বিতরণ করেন। এরপর তিনি হরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও গণমাধ্যম কর্মিরা।
আপনার মতামত লিখুন :