Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:২৭ পিএম রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তা রাষ্ট্রদূত পদে নিয়োগ পেয়েছেন। এজন্য তাদের বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা হলেন সেনাবাহিনীর মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
 

Side banner