Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মাওলানা ভাসানী সেতুর তার চুরির ঘটনায় মামলা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার আগস্ট ২৪, ২০২৫, ১০:৪২ এএম মাওলানা ভাসানী সেতুর তার চুরির ঘটনায় মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তার ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
জানা যায়, গত ২০ আগস্ট সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কিন্তু বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে কর্তৃপক্ষ দেখতে পান সংযোগের তার চুরি হয়ে গেছে। বাধ্য হয়ে জেনারেটর ব্যবহার করে উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। 
তবে সন্ধ্যায় ও রাতে তিস্তা সেতুতে ঘুরতে আসা দর্শনার্থীরা পড়েন চরম বিড়ম্বনায়। শোভাবর্ধনের বাতি না জ্বলায় অন্ধকারে সৃষ্টি হয় তীব্র যানজট, এতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একজন।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে থানায় মামলা করেন।
তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। মামলায় বলা হয়, প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার সংযোগের তার চুরি হয়েছে।

Side banner