Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
দড়ি দিয়ে বাঁধা বিদ্যালয় ভবনের পিলার

শ্যামনগরে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান 


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার আগস্ট ২৯, ২০২৫, ১২:০৪ পিএম শ্যামনগরে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র ভবন এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিচতলার পিলারে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। ছাদ ও সিড়ির পলেস্তারা খসে পড়ছে প্রতিনিয়ত। দেয়ালেও ধরেছে ফাটল। এ অবস্থায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ভবনের পিলার। তবুও প্রতিদিন ঝুঁকি মাথায় নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা, আর শিক্ষার্থীরা আতঙ্ক নিয়ে ক্লাস করছে। 
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির তিনতলা ভবনটি ১৯৯৮-৯৯ অর্থবছরে নির্মিত হয়। পরে ঘূর্ণিঝড় আইলা, বুলবুল ও আম্পানের মতো ভয়াবহ দুর্যোগে ভবনটি সাইক্লোন শেল্টার হিসেবেও ব্যবহার করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি এখন ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছেছে। 
শিক্ষার্থীরা বলছে, ভবনের অবস্থা এতটাই খারাপ যে ক্লাস করতে ভয় লাগে। সপ্তম শ্রেণির ছাত্রী ইমামা জাহান ইমা জানায়, দড়ি দিয়ে পিলার বেঁধে রাখা হয়েছে। সব সময় আতঙ্কে থাকতে হয়। তারা দ্রুত একটি নতুন ভবন চায়। 
নবম শ্রেণির শিক্ষার্থী রাকিবুল ইসলাম হৃদয় জানায়, ভবনের জানালা-দরজায় রঙ আর গ্লাস লাগানো হলেও ভেতরের কাঠামো দুর্বল হয়ে গেছে। 
শিক্ষকরাও একই শঙ্কা প্রকাশ করেছেন। আইসিটি শিক্ষক এস এম লিয়ন রহমান বলেন, প্রতিদিন আতঙ্ক নিয়েই ক্লাস নিতে হয়। ছাদ খসে পড়লে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এতে শিক্ষক-শিক্ষার্থী সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন। 
এ অবস্থায় অভিভাবকেরাও আতঙ্কে আছেন। তারা বলছেন, এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সংস্কার বা নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে ঝুঁকি আরও বাড়বে। 
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা বলছেন, জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ করা না হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

Side banner