দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর এবং এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক মোবারক বিশ্বাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী কানিজ ফাতিমা।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কানিজ ফাতিমা লিখিত বক্তব্যে জানান, তাঁর স্বামী সাংবাদিক মোবারক বিশ্বাসকে পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসানো হয়েছে।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন করায় মোবারক বিশ্বাসকে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার দিনই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে কারাগারের গেট থেকে ফের আটক করে নিয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, আটক করার সময় কোনো বৈধ কাগজপত্র দেখানো হয়নি। পরে তাঁকে চাটমোহর থানার একটি পুরনো বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে এভাবে আটকে রাখায় মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন বলে জানান কানিজ ফাতিমা। “আমরা চরম কষ্টে দিন কাটাচ্ছি, প্রায় অনাহারে-অর্ধাহারে থাকতে হচ্ছে,” বলেন তিনি।
তিনি অবিলম্বে সাংবাদিক মোবারক বিশ্বাসের সব মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং পুলিশ প্রশাসনের স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য, সাংবাদিক মোবারক বিশ্বাস স্থানীয় পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
আপনার মতামত লিখুন :