Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
প্রেসক্লাবের পক্ষ থেকে শোক 

গাইবান্ধার মুখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুরুজের মৃত্যু


দৈনিক পরিবার | শাহিন নুরী সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:২৪ পিএম গাইবান্ধার মুখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুরুজের মৃত্যু

গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক গাইবান্ধার মুখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সদস্য ও মায়া ক্লিনিকের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সুরুজ অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজেউন)।
শহরের ভিএইড রোডস্থ বাসায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে আটটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। বাদ আছর গাইবান্ধা পৌর গোরস্থান মসজিদে তার নামাজে শেষে তাকে দাফন করা হয়। 
এদিকে, সাংবাদিক রফিকুল ইসলাম সুরুজের মৃত্যুতে গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

Side banner