Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

নিয়ামতপুর কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | তৈয়বুর রহমান অক্টোবর ৩০, ২০২৫, ০৯:১২ পিএম নিয়ামতপুর কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কৃষক দলের বর্ধিত সভায় যুবদলের যুগ্ম আহবায়ক কাউছারুল ইসলাম রতনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোসলেম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম দুলু। 
এসময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা কৃষক দলের সভাপতি ইমদাদুল হক সুলতান, সাংগঠনিক সম্পাদক জুম্মান রশিদ, মাহমুদুল হাসান মান্না, আহবায়ক কমিটি সদস্য আব্দুল্লাহ আল তুহিন, মোজাম্মেল হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তৃতায় বলেন, কৃষক দলের সংগঠনকে এগিয়ে নিতে প্রত্যেক মাসেই মিটিংয়ের আয়োজন করতে হবে। বিএনপি একটি বড় দল আর আমরা এই দলেরই অঙ্গ সহযোগী সংগঠন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের মধ্যে ভেদাভেদ না রেখে ধানের শীষের প্রার্থী যে হবে তাকে জয়ী করার জন্য একযোগে কাজ করার আহবান জানান।

Side banner