দীর্ঘ তিন দশকের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. নুরূন নবী।
তাঁর অবসর গমন উপলক্ষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব খান ইকবাল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমডি জনাব মো. নুরূন নবীর সহধর্মীণি, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ ও ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিএমডি নুরূন নবী তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন ও অবসর জীবনের জন্য সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে বক্তারা সোনালী ব্যাংকে কর্মকালীন নুরূন নবীর বিভিন্ন দায়িত্ব পালনকালে সফলতা ও অবদান তুলে ধরেন এবং তাঁর সুস্থ ও আনন্দময় অবসর জীবন কামনা করেন।
মো. নুরূন নবী ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২৫ সালের এপ্রিল মাসে তিনি ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন।
দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশন প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি সোনালী ব্যাংক পিএলসির ইন্ডিয়া অপারেশন এবং সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
মো. নূরুন নবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ হতে ডিএআইবিবি ডিগ্রি লাভ করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন।
মো. নূরুন নবী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এ বি এম খলিলুর রহমান ঠাকুরগাঁও জেলার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ছিলেন।








































আপনার মতামত লিখুন :