Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

কুড়িগ্রামে আগুনে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ৩১, ২০২৫, ১২:০৫ পিএম কুড়িগ্রামে আগুনে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান

কুড়িগ্রামের কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। এতে বাজারের ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৫০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ী অধির চন্দ্র সাহার ১৭ লাখ, ব্যাবসায়ী আমিনুল ইসলামের ১০ লাখ, কাকলী ট্রেডর্সের মালিক হাছেন আলীর ১০ লাখ, মুদি দোকান মালিক মমিনুল ইসলাম, সুপারী ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিমের ৩ লাখ, সেলুন মালিক ফনিচন্দ্র শীল এর ১ লাখ ৫০ হাজার এবং মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলীর ৫০ হাজার টাকার মালমাল আগুনে পুড়ে যায়।
স্থানীয় আশিকুর রহমান জানান, ভোর পৌনে ৫টার দিকে উঠে দেখি বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন জ্বলছে। মানুষজনকে ডাকাডাকি করে আগুন নেভানোর চেষ্টা করি।
খাইরুল ইসলাম জানান, মুহূর্তেই আগুন দুই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুর রহমানের ছোট ভাই মমিনুল ইসলাম জানান, তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অধির চন্দ্র সাহার ছেলে প্রাণ চন্দ্র সাহা জানান, রাতে বাবা দোকন বন্ধ করে বাসায় যায়। ভোরে মানুষের হৈচৈ শুনে বাজারে এসে দেখি দোকানে আগুন জ্বলছে। আগুনে আমাদের ১৭ লাখ টাকা মালামাল পুড়ে গেছে।
কেদার ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ জানান, আগুন লাগার খবর শুনে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিসের ইউনিটেএসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে স্থানীয়রা আগুন নেভাতে কাজ করে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

Side banner