Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫

বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার শ্রেষ্ঠদের স্বীকৃতি


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৫, ০৪:১৭ পিএম বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার শ্রেষ্ঠদের স্বীকৃতি

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে “ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”। যা বাংলাদেশের অনুপ্রেরণাদায়ক সাংবাদিক, মিডিয়াকর্মী ও উদ্ভাবকদের স্বীকৃতি জানাতে একটি মহোৎসব। এই মর্যাদাপূর্ণ আয়োজনে সাংবাদিকতা, উদ্ভাবন ও মিডিয়ার সৃজনশীলতায় অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানানো হয়, যাদের কাজ সমাজে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলেছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ডিজিটাল মার্কেটিং বিভাগের ম্যানেজার ও ডিএমএফ এর সাধারণ সম্পাদক রায়হান রবিন। তিনি বলেন, ডিএমএফ-এর এই আয়োজনের মূল উদ্দেশ্য ডিজিটাল সাংবাদিকতার নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে পেশাদারিত্ব ও উদ্ভাবনের মান উন্নয়ন করা।
এ সময় উপস্থিত ছিলেন “ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”-এর জুরি বোর্ডের সদস্যরা, যারা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদনা ও ডিজিটাল নেতৃত্বের প্রতিনিধিত্ব করেন।
সভাপতির বক্তব্য সংগঠনের সভাপতি ও দ্য বাংলাদেশ টাইমস-এর ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বলেন, নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও উদ্ভাবনে উৎসাহিত করা, যুগের সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকে আরও এগিয়ে নেওয়া এবং সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়াই এই আয়োজনের লক্ষ্য। সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী করা এবং বাংলাদেশের ডিজিটাল মিডিয়ার সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই ডিএমএফ-এর মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. তৃণা ইসলাম (হেড অব অপারেশনস, দ্য বিজনেস ডেইলি) ও ফয়সাল তিতুমীর (সিনিয়র প্রেজেন্টার, যমুনা টেলিভিশন), যারা সজীব উপস্থাপনায় পুরো আয়োজনে প্রাণ ঢেলেছেন।
প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। 
গেস্ট অব অনার
 ড. রাশিদ আহমেদ হোসাইনি, পরিচালক, বিজিএমইএ 
জাবেদ সুলতান পিয়াস, চিফ ডিজিটাল বিজনেস অফিসার, প্রথম আলো
ফেরদৌস নাঈম পরাগ, হেড অব মার্কেটিং, জিটিভি ও সেক্রেটারি জেনারেল, ইএমএমএ
তসলিম চৌধুরী, সিইও ও হেড অব মার্কেটিং, মোহনা টিভি এবং প্রেসিডেন্ট, ইএমএমএ
রাকিব হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, লুমিনাস গ্রুপ
২০২৩ সালে প্রতিষ্ঠিত ডিএমএফ ইতোমধ্যেই বাংলাদেশের ডিজিটাল মিডিয়া পেশাজীবীদের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের একত্র করে প্রশিক্ষণ, উদ্ভাবন এবং সহযোগিতার মাধ্যমে দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমকে শক্তিশালী করার কাজ করছে।
জুরি বোর্ড (২০২৫)
কামরুল ইসলাম ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট
উদয় হাকিম সম্পাদক, ঢাকা বিজনেস
বদরুল আলম নাবিল – সম্পাদক, অনলাইন ও প্রোগ্রাম, মাইটিভি
কাজী আওলাদ হোসেন – সম্পাদক ও প্রকাশক, বাংলা ৫২ নিউজ ডটকম
রুহুল আমিন রনি – সহকারী মহাব্যবস্থাপক ও লিড (হেড), ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্ট, প্রথম আলো
মিজানুর রহমান সোহেল হেড অব অনলাইন, ভোরের কাগজ
মইন বকুল হেড অব অনলাইন, আমাদের সময়
সরাফাত হোসেন – হেড অব ডিজিটাল, দৈনিক ইত্তেফাক
রাজীব খান হেড অব ডিজিটাল মিডিয়া, চ্যানেল ২৪
আজাদ বেগ ডিজিটাল গ্রোথ এডিটর, দ্য ডেইলি স্টার
এম এ এইচ এম কবির আহম্মেদ – হেড অব ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া, আরটিভি
সিরাজুল ইসলাম সুমন হেড অব ডিজিটাল সেলস, আজকের পত্রিকা
গৌতম মণ্ডল – ইনচার্জ অব অনলাইন, সমকাল
মাসউদ বিন আব্দুর রাজ্জাক - অনলাইন ইনচার্জ, দীপ্ত নিউজ (দীপ্ত টিভি)
লুৎফী চৌধুরী – কো-ফাউন্ডার ও সিইও, অ্যাডফিনিক্স
ডা. তৃণা ইসলাম হেড অব অপারেশনস, দ্য বিজনেস ডেইলি
পুরস্কারপ্রাপ্তরা (প্রফেশনাল বিভাগসমূহ)  
তন্ময় উদ্দৌলাহ, মাল্টিমিডিয়া রিপোর্টার, বৈশাখী টিভি মাল্টিমিডিয়া ফিচার নিউজ
বিনয় দত্ত, হেড অব রিসার্চ ও এডিটোরিয়াল, ঢাকা পোস্ট ফিচার / অনলাইন মিডিয়া
সফিকুল ইসলাম তুষার, মাল্টিমিডিয়া ইনচার্জ, জাগোনিউজ২৪ মাল্টিমিডিয়া ফিচারস ও ভিউজ
ফারুক হোসেন মজুমদার, মাল্টিমিডিয়া রিপোর্টার, ৭১ টিভি সংবাদ কাভারেজের সামাজিক প্রভাব
আবু রায়হান ইফাত, স্পোর্টস রিপোর্টার, চ্যানেল আই ক্রীড়া
কুদরাত উল্লাহ, সাব এডিটর, দৈনিক আমাদের সময় বিনোদন
জাহিদুল ইসলাম, সিনিয়র সাব এডিটর (কালচার ও এন্টারটেইনমেন্ট ইনচার্জ), দ্য ডেইলি সান বিনোদন
ইমরান হক, হেড অব ডিজিটাল, গ্লোবাল টিভি আলোচিত সংবাদ (মাল্টিমিডিয়া কনটেন্ট)
খান শান্ত, স্টাফ রিপোর্টার (অপরাধ), দৈনিক নতুন সংবাদ – আলোচিত সংবাদ (পরিবহন খাত)
আতিক হাসান শুভ, স্টাফ রিপোর্টার, বাংলা ট্রিবিউন আলোচিত সংবাদ (প্রিন্ট ও অনলাইন)
সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, বার্তা২৪.কম আলোচিত সংবাদ (অনলাইন মিডিয়া)
আসিফ ইকবাল, রিপোর্টার, এখন টিভি আলোচিত সংবাদ (টিভি ও অনলাইন)
মোস্তফা ইমরুল কায়েস, সিনিয়র রিপোর্টার, ঢাকা মেইল – অনুসন্ধানী সাংবাদিকতা (অনলাইন)
জাফর ইকবাল, স্টাফ রিপোর্টার, দৈনিক কালবেলা – অনুসন্ধানী সাংবাদিকতা (প্রিন্ট / অনলাইন)
পলাশ হোসেন, পাবনা জেলা সংবাদদাতা, এনটিভি অনলাইন মফস্বল সাংবাদিকতা (মাল্টিমিডিয়া)
খান মাহমুদ আল রাফি, মেহেরপুর জেলা সংবাদদাতা, দৈনিক কালবেলা মফস্বল সাংবাদিকতা (প্রিন্ট / অনলাইন)
 এস কে সাগর, স্টাফ রিপোর্টার, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন
আরিফুল ইসলাম আরমান, হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভস, ঢাকা পোস্ট প্রযুক্তি (অনলাইন মিডিয়া)
সোলায়মান হোসেন শাওন, সিনিয়র রিপোর্টার, দৈনিক রূপালী বাংলাদেশ প্রযুক্তি (প্রিন্ট / অনলাইন)
শারমিন পারভিন (লিয়ানা), মাল্টিমিডিয়া রিপোর্টার, নিউজ২৪ অসাধারণ সোশ্যাল মিডিয়া ভিজিবিলিটি
ওয়ালিউল হাসানাত, নিউজরুম এডিটর ও মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক যুগান্তর অসাধারণ সোশ্যাল মিডিয়া ভিজিবিলিটি (প্রিন্ট ও মাল্টিমিডিয়া)
সাইফুল ইসলাম, হেড অব মাল্টিমিডিয়া, ঢাকা পোস্ট অসাধারণ মৌলিক সৃষ্টিকর্ম (অনলাইন মিডিয়া)
সামেউল আলিম, মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক করতোয়া অসাধারণ মৌলিক সৃষ্টিকর্ম (প্রিন্ট মিডিয়া)
আরিফুল ইসলাম, রিয়াদ প্রতিনিধি, সৌদি আরব – প্রবাস সাংবাদিকতা (টিভি ও মাল্টিমিডিয়া)
মাহির দিয়ান মাহদি, মাল্টিমিডিয়া চায়না করেসপন্ডেন্ট, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রবাস সাংবাদিকতা (প্রিন্ট মিডিয়া)
মোহাম্মদ আব্দুল মজিদ সুজন, টরন্টো প্রতিনিধি, কানাডা প্রবাস সাংবাদিকতা (অনলাইন মিডিয়া)
আব্দুল খালেক, স্পেশাল করেসপন্ডেন্ট, গ্লোবাল টেলিভিশন জুরি স্বীকৃত বিশেষ বিভাগ
জুরি স্পেশাল অ্যাওয়ার্ডপ্রাপ্তরা
ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশন – মানবিক উদ্যোগ
আদনান হোসেন, প্রতিষ্ঠাতা, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন মানবিক উদ্যোগ
কিরন কর্পোরেট স্কিল ডেভেলপমেন্ট
পাঠাও অ্যাপ এক্সিলেন্স ইন ডিজিটাল ইনোভেশন (লোকাল)
ফখরুদ্দিন জুয়েল, এনটিভি ডিজিটাল – ডিজিটাল মিডিয়া আইকন
আবু নাসিম, দীপ্তপ্লে ডিজিটাল মিডিয়া আইকন
এনইউএসডিএফ (রিয়াজ হোসেন) স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ফর ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট
স্টার ফেয়ার (চট্টগ্রাম) আলমগীর হোসেন আলো এক্সিলেন্স ইন ইউথ এনগেজমেন্ট
মুহাম্মদ আমিনুর রহমান, ফাউন্ডার, চেকমেট ইভেন্টস এক্সিলেন্স ইন ইউথ এনগেজমেন্ট
গাজী পাম্পস অ্যান্ড মোটরস – পাইওনিয়ার ওয়াটার পাম্প ইন বাংলাদেশ
প্রিমিয়াম হোমস লিমিটেড – প্রমিসিং রিয়েল স্টেট এক্সিলেন্স অ্যাওয়ার্ড
যমুনা এসি দ্যা গুডনেস অফ পিউরিফাইড এয়ার এক্সিলেন্স ইন এয়ার কন্ডিশনার ইনোভেশন
এনপলি পাইওনিয়ার ইন পাইপ সেটিংস ম্যানুফ্যাকচারিং ইন বাংলাদেশ
পামপে এক্সিলেন্স ইন ডিজিটাল ক্রেডিট এনাবেলমেন্ট স্মার্টফোন সেগমেন্ট
ওয়ালটন ফ্রিজ পাইওনিয়ার রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারিং ইন বাংলাদেশ
জহিরুল ইসলাম, ইগনাইট ইয়ুথ ফাউন্ডেশন পাথওয়ে টু লার্নিং ইনিশিয়েটিভ
উইগ্রো রুরাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড
আইওজেএইচ– ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব
ফাস্ট ইভার আরজেএসসি রেজিস্টার্ড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন বাংলাদেশ
স্যাট একাডেমি – ইমারজিং লিডার ইন এডুটেক
নুসরাত শামস মানিয়া আউটস্ট্যান্ডিং কনট্রিবিউশন টু এনিমেল কেয়ার
গিয়াস উদ্দিন ইমন, জিএম ও হেড অব মার্কেটিং, দৈনিক রূপালী বাংলাদেশ এক্সিলেন্স ইন পোয়েট্রি
আব্দুর রউফ ভিশনারি এআই আর্টিস্ট অ্যাওয়ার্ড
সৈয়দ আবিদ হোসেন সামি – জুরি স্পেশাল স্পোর্টস কনটেন্ট ক্রিয়েটর
ইমরুল কাওসার ইমন জুরি স্পেশাল মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর
শিব্বির মাহমুদ, চেয়ারম্যান, দিগন্ত মিডিয়া গ্রুপ মিডিয়া আইকন
দৈনিক কালবেলা ফাস্টেস্ট রাইসিং মাল্টিমিডিয়া ইনোভেশন এন্ড ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড
দৈনিক যুগান্তর মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ডিজিটাল নিউজ কন্টেন্ট পাবলিশার
শামসুদ্দিন হায়দার ডালিম, হেড অফ কর্পোরেট কমিউনিকেশন ও পিয়ার, বিকাশ লিমিটেড লাইফটাইম এক্সিলেন্স ইন নিউজ প্রেজেন্টেশন
শহীদুল আলম, ফাউন্ডার, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট গ্লোবাল ইমপ্যাক্ট ও হিউম্যানিটারিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড
এই সম্মাননায় ডিএমএফ আবারও প্রমাণ করেছে যে বাংলাদেশের সাংবাদিকতা আজ শুধুমাত্র সংবাদ প্রচার নয় এটি প্রযুক্তি, সৃজনশীলতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার।

Side banner

গণমাধ্যম বিভাগের আরো খবর