Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

প্রথম খেলোয়াড় হিসেবে রোনালদোর ৯৫০ গোলের কীর্তি


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৭, ২০২৫, ১১:১৩ এএম প্রথম খেলোয়াড় হিসেবে রোনালদোর ৯৫০ গোলের কীর্তি

ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে গোল করে তিনি পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ৯৫০ গোলের কীর্তি গড়েছেন। 
আল ফাতেহের বিপক্ষে ২-০ গোলের জয়ে দলের পক্ষে একটি গোল করেন রোনালদো, অন্যটি করেন সহদেশি জোয়াও ফেলিক্স। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন,দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আমি আনন্দিত। সব সময় আরও বড় অর্জনের ক্ষুধায় আছি। পরিসংখ্যান অনুযায়ী, পেশাদার ফুটবলে রোনালদোর ধারে-কাছেও নেই কেউ।
দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, যার গোলসংখ্যা ৮৯১টি।
তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, যার পেশাদার গোল ৭৬২টি। তবে পেলের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে থাকা মোট গোলসংখ্যা ১,২৮১যার মধ্যে ক্লাবের অনানুষ্ঠানিক প্রীতি ম্যাচ ও ট্যুরের গোলও অন্তর্ভুক্ত।
রোনালদো আগেই ঘোষণা দিয়েছিলেন, এক হাজার গোল না করে তিনি থামবেন না। ৯৫০ গোল ছুঁয়ে সেই লক্ষ্য পূরণের পথে আরও একধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ তারকা।

Side banner