Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

হিফযুল কুরআন অ্যাওয়ার্ড পেলেন ১৭১৫ হাফেজ


দৈনিক পরিবার | ধর্ম ডেস্ক অক্টোবর ২৭, ২০২৫, ১০:৪৯ এএম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড পেলেন ১৭১৫ হাফেজ

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১৩তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব। এতে সারা দেশের ১৭১৫ জন কোরআনের হাফেজ এবং তাদের বাবা-মাকে সম্মাননা প্রদান করা হয়। হাফেজদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে প্রতিবছর এই আয়োজন করে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন।
রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হাফেজদের হাতে ক্রেস্ট, সনদ, পাগড়ি বা স্কার্ফ ও ব্যাগ তুলে দেওয়া হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি বলেন, তানযীমুল উম্মাহর প্রতি আমাদের আস্থা ও ভরসা আছে। আমরা আশা করি এখান থেকে এমন সৎ ও যোগ্য মানুষ তৈরি হবে, যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, কোরআন গবেষক ও হাজারো হাফেজের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনব্যাপী এ উৎসব। শুরু থেকেই সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, বক্তৃতা, আলোচনা ও কবিতা আবৃতির মধ্য দিয়ে উৎসবস্থল পরিণত হয় এক আধ্যাত্মিক পরিবেশে। সকাল থেকেই কোমলমতি শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে এসে অনুষ্ঠানে যোগ দেয়। হাফেজ ছাত্রদের পরনে ছিল সাদা জুব্বা ও পাগড়ি, আর হাফেজ ছাত্রীদের পোশাকে ছিল নীল-সাদা রঙের সুন্দর সমন্বয়। সবার কাঁধে ঝুলছিল তানযীমুল উম্মাহর লোগোসম্বলিত উত্তরীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন, জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক (সাদিক কায়েম), বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক, চট্টগ্রাম আন্দারকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ জাবেরী আল-মাদানী, কারী আহমাদ বিন ইউছুফ এবং আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সামসুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ ও মুহাম্মাদ আব্দুল আলীম, সিনিয়র ডিরেক্টর আ. ন. মু. রাশিদুল ইসলাম সায়েম, মুহা. আসলাম মিয়া, ডিরেক্টর মুহাম্মাদ হাবীবুল্লাহ অল-আমিন, আ. খ. ম. মাসুম বিল্লাহ, এইচ. এম. আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান ফেরদৌস, নুরুল আবছার ভূঁইয়া, এম. এম. রবিউল ইসলাম, মো. সাইয়েদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শাখাপ্রধান, শিক্ষক, সাংবাদিক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।

Side banner