জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বল হাতে আজ আলো ছড়িয়েছেন আফিফ হোসেন ধ্রুব। এই স্পিনারের হ্যাটট্রিকে নিজেদের প্রথম ইনিংসে ৪১ ওভার ৩ বল খেলে ১২৬ রানে গুটিয়ে যায় বরিশাল। তাতে ফলোঅনে পড়ে আবারো ব্যাটিং করছে তারা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি বরিশাল। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৯ ওভার দুই বলে ৪ উইকেট হারিয়ে ১১৯ রানে তুলেছে তারা। দ্বিতীয় দিন শেষে এখনও ইনিংস এবং ৫৮ রানে পিছিয়ে রয়েছে বরিশাল।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বরিশাল। আফিফ হোসেনের স্পিন ঘূর্ণিতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন বরিশালের ব্যাটাররা। খুলনার হয়ে প্রথম ইনিংসে ১০ ওভার ৫ বল করে ৩১ রান খরচায় তুলে নেন ৬ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৯ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান করে বরিশাল। দলের হয়ে ইফতেখার হোসেন ৪০ ও ফজলে মাহমুদ ৩২ রান করেছেন। আর ২৫ বলে ২৪ রান করে শামসুর রহমান শুভ এবং তাছামুল হক ১১ বলে ৩ রান করে অপরাজিত রয়েছেন।
এর আগে প্রথমদিন ৯ উইকেটে ৩১২ রান করে খুলনা। দ্বিতীয় দিন নেমে এক রান তুলেই শেষ উইকেট হারায় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন জিয়াউর রহমান। এছাড়া দলের হয়ে উইকেট রক্ষক ইমরান উজ্জামান ৭৮ বলে ৪৩, সৌম্য সরকার ৬২ বলে ৩৭ এবং এনামুল হক ৪৪ বলে ৩০ রান করেছে। বরিশালের রুয়েল মিয়া ও মঈন খান ৩টি করে উইকেট নিয়েছে।








































আপনার মতামত লিখুন :